গাড়ির কিস্তি শোধ না করতে পারায় আত্মঘাতী যুবক
নিজস্ব প্রতিবেদন, নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ির অদূরে এক যুবকের মৃতদেহ উদ্ধার। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার নারায়ন পুর গ্রামে। জানা গিয়েছে সেই যুবক আত্মহত্যা করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত ওই যুবকের নাম ভীম দাস, বয়স আনুমানিক ৩০ বছর। পরিবার সূত্রে জানা যায়, কিছুদিন আগে একটি গাড়ি কেনেন তিনি। কেনার পর ওই গাড়ির কিস্তি শোধ করতে পারছিলেন না। শোধ না করতে পারায় নিখোঁজ হয়ে যান তিনি। তারপরই তাঁর মৃতদেহ উদ্ধার হয়। আত্মহত্যা করেছেন ওই যুবক। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আত্মহত্যা নাকি খুন তা খতিয়ে দেখছে পুলিশ। আর আত্মহত্যা হলেও তার আসল কারণ কি তাও দেখা হচ্ছে। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।