কৃষকদের আন্দোলনে শামিল হতে এবার ওড়িশা থেকে রওনা দিল একটি বিশেষ প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদন, কৃষকদের আন্দোলনে শামিল হতে এবার ওড়িশা থেকে একটি বিশেষ প্রতিনিধি দল দশটি বাস নিয়ে রওনা দিয়েছে। বিভিন্ন রাজ্যের বেশ কয়েকটি জায়গা থেকে মানুষ একত্রিত হয়ে দিল্লিতে আন্দোলনকারী কৃষকদের কাছে যাওয়ার জন্য রওনা হয়েছে। প্রতিনিধিদলের মধ্যে রয়েছেন একাধিক কৃষক সহ বিশিষ্ট সংগঠনের লোকেরা, চিকিৎসক আইনজীবী থেকে শুরু করে সমস্ত বর্গের লোকেরা। তারা জানিয়েছেন, শুধু পশ্চিমবঙ্গ নয় এখান থেকে ঝাড়খান্ড, বিহার, উত্তরপ্রদেশ হয়ে তাঁরা দিল্লি পৌঁছাবেন প্রায় দশ হাজার লোককে নিয়ে কৃষক আন্দোলনের পাশে গিয়ে তাঁরা দাঁড়াবেন।
আজ তাঁরা খড়্গপুরের নিমপুরাতে জানিয়েছেন, কৃষকদের আন্দোলনের পাশে আগেই তারা ছিল, আর এই কৃষকদের আন্দোলনকে আরও শক্তিশালী বা মজবুত করতে তাঁরা কৃষকদের পাশে গিয়ে দাঁড়াবে। যদিও এই সংগঠনের লোকেরা জানিয়েছেন, রাষ্ট্রীয় সংযোগ নবনির্মাণ কিষান সংগঠনের পক্ষ থেকে তাঁরা ওড়িশার ভুবনেশ্বর থেকে এই যাত্রা শুরু করেছেন এবং বহু মানুষ একত্রিত হয়ে কৃষি আইন বাতিলের দাবিতে তাঁরা কৃষকদের পাশে থাকবেন।