এবার বাংলার পরিবর্তন মেদিনীপুর থেকেই শুরু হবে, জানালেন দিলীপ ঘোষ
নিজস্ব প্রতিবেদন, শুক্রবার সাতসকালে চায়ে পে চর্চায় পূর্ব মেদিনীপুরের মেছেদায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যান্য দিনের মতোই এদিন প্রথমে মেছেদার ইস্কন মন্দির চত্বর গুলুড়িয়া শহীদ মাতঙ্গিনী ময়দানে শরীর চর্চা করেন জেলার দলীয় নেতৃত্বদের নিয়ে। এরপর ইস্কন মন্দিরে পূজো ও আরতি করেন দিলীপ বাবু। তারপর প্রায় দেড় কিলোমিটার হাঁটেন শান্তিপুর গ্রাম পর্যন্ত। সেখানে একটি মন্দিরে পূজো দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে চায়ে পে চর্চায় বসেন বিজেপির রাজ্যসভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সংসদ দিলীপ ঘোষ।
এই চায়ে পে চর্চায় বিজেপি কর্মী সনর্থকদের সাথে আলাপচারিতার মাধ্যমে সুস্থ্যতা কামনা করেন। পরে রাজ্যের তৃনমূল সরকারের তীব্রসমালোচনা করেন দিলীপ বাবু। তিনি বলেন ২০১১ সালে মানুষ ভুল করে এই তৃনমূল সরকারকে বিশ্বাস করে এনেছিলো। তবে ২০২১ সালে এদের দুর্নিতি জন্য বিদায় জানাবে বাংলার মানুষ। নন্দীগ্রাম থেকেই এই পরিবর্তন শুরু হবে। তিনি বলেন, “যারা আমাকে আগে নন্দীগ্রামে পথ আটকে ছিল, আজ তারাই আমাকে ডাকেছে পদ্মফুল ফোটাতে, তাই আমি নন্দীগ্রাম যাচ্ছি”। এবার বাংলায় নতুন পরিবর্তন মেদিনীপুর থেকেই হবে। পাশাপাশি বিভিন্ন ইস্যু নিয়ে বর্তমান রাজ্য সরকারকে কটাক্ষ করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলা সভাপতি নবারুন নায়েক, সিরাজ খাঁন সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।