এবার পশ্চিম মেদিনীপুরে করোনা টিকা নিল সরকারি আধিকারিকরা – মেদিনীপুরের খবর

Breaking News

এবার পশ্চিম মেদিনীপুরে করোনা টিকা নিল সরকারি আধিকারিকরা

এবার পশ্চিম মেদিনীপুরে করোনা টিকা নিল সরকারি আধিকারিকরা

এবার পশ্চিম মেদিনীপুরে করোনা টিকা নিল সরকারি আধিকারিকরা

নিজস্ব প্রতিবেদন, প্রথম দফার তৃতীয় পর্যায়ে সরকারি আধিকারিকদের কোভিড ভ্যাকসিন দেওয়া হল মঙ্গলবার। এদিন দুপুর ১২ টা নাগাদ মেদিনীপুর পুরসভার অন্তর্গত ২৩ নং ওয়ার্ডের শরৎপল্লীর পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে করোনার ভ্যাকসিন নিতে হাজির হয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডাঃ রেশমি কোমল, অতিরিক্ত জেলাশাসক সুদীপ সরকার সহ জেলাপ্রশাসনের আধিকারিক এবং মহকুমাশাসক, বিডিও সহ অন্যান্যরা।

কোভিড টিকা নেওয়ার পর বেশ কিছুক্ষন পর্যবেক্ষনে থাকাকালীন জেলাশাসক জানান, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া এখনও পর্যন্ত দেখা যায়নি। আগে যারা নিয়েছে, তারাও সবাই সুস্থ আছেন। ভয়ের কোনো কারণ নেই। এখনও এই টিকা নেওয়ার ফলে কারো কোনো বড় ধরনের সমস্যা দেখা মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *