বেলদা ২ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বিক্ষোভ প্রায় কয়েক হাজার কৃষকের
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুরের বেলদা ২ গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে বুধবার সকালে বিক্ষোভ দেখালো চাষিরা। কৃষকদের থেকে ধান কেনা হবে বলেও ধান না কেনায় কৃষকরা বিক্ষোভ দেখায় গ্রাম পঞ্চায়েতের সামনে।
জানা যায়, কৃষকদের কাছ থেকে বুধবার ধান কেনার কথা ছিল খাদ্য ও সরবরাহ দফতরের। সেইমত এদিন সকাল থেকে গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে লাইন দেয় কৃষকরা। কিন্তু কিছুক্ষণ পর খবর আসে তাদের কাছ থেকে ধান নেওয়া হবে না। এই কথা শুনে লাইন দেওয়া প্রায় কয়েক হাজার কৃষক গ্রাম পঞ্চায়েতের সামনে বিক্ষোভ দেখায়।