কেজুয়াল লেবার কোম্পানির সামনে প্রায় কয়েক হাজার মানুষের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর ১ নম্বর ব্লকের টাটা মেটালিক ফ্যাক্টরিতে বিক্ষোভ দেখান প্রায় কয়েক হাজার মানুষ। জানা গিয়েছে, গত রবিবার কোম্পানির ম্যানেজমেন্টের সুপারভাইজার এক কেজুয়াল লেবারকে মারধর করা হয়। আর তারই প্রতিবাদে আজ বুধবার প্রায় কয়েক হাজার মানুষ রাস্তায় নামেন।
লেবারকে মারধর করার প্রতিবাদে আজ কেজুয়াল লেবার কোম্পানির সামনে বিক্ষোভ দেখায়। প্রায় কয়েক হাজার মানুষ সেই বিক্ষোভে সামিল হন। তাদের একটাই দাবি, কেজুয়াল লেবারের কাছে সুপার ভাইজারকে ক্ষমা চাইতে হবে তবেই এই বিক্ষোভের অবসান ঘটবে।