উত্তরাখণ্ডে তুষারপাতে নিখোঁজ মহিষাদলের তিন যুবক, এলাকায় শোকের ছায়া
নিজস্ব প্রতিবেদন, উত্তরাখন্ডে পাহাড়ের মাথায় ভয়াবহ তুষারধ্বসের সময় ঋষিগঙ্গা পাওয়ার প্রোজেক্টে কর্মরত পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানা এলাকার ৩ যুবকও নিখোঁজ হয়ে গিয়েছে বলে দাবী তাঁদের পরিবারের। এই ঘটনায় যথেষ্ট শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নিখোঁজ ৩ যুবক হলেন পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার লক্ষ্যা গ্রামের বাসিন্দা লালু জানা (বয়স আনুমানিক ৩০ বছর), তাঁর ভাই বুলু জানা (বয়স আনুমানিক ২৯ বছর) ও চকদ্বারিবেড়িয়া গ্রামের বাসিন্দা সুদীপ গুড়িয়া (বয়স আনুমানিক ২৭ বছর)।
রবিবার যে সময় দুর্ঘটনা ঘটে সেসময় এই ৩ জন পাওয়ার প্রোজেক্টের ভেতর কাজ করছিল বলে জানা গিয়েছে। এই মুহূর্তে নিখোঁজ ৩ পরিবারের একটাই প্রার্থনা, তাঁদের পরিবারের সদস্যরা যেন সুস্থ হয়ে ফিরে আসে। তবে সময় যত এগিয়ে চলেছে সেই আশা ক্রমেই ক্ষিণ হতে শুরু করেছে। কান্নায় ভেঙে পড়েছে পরিজনেরা।