পঃ মেদিনীপুর জেলার বেলদাতে তৃণমূল-কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী
নিজস্ব প্রতিবেদন, সারা জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী অনুষ্ঠান। সোমবার বেলদা গঙ্গাধর অ্যাকাডেমি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয় নারায়নগড় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বিকাশ রঞ্জন ভূইয়া, সূর্য অট্ট, নারায়ণগড় এর বিধায়ক প্রদ্যুৎ ঘোষ, প্রতিভা জানা, ব্লক সভাপতি মিহির চন্দ, অপূর্ব অট্ট, শেখ কাওসার আলী সহ্ অন্যান্যরা। অনুষ্ঠানে বহু মানুষ ভিড় করেছিল।