‘তৃণমূল কংগ্রেস এখন পার্টি নাই কম্পানি হয়ে গেছে’ : শুভেন্দু অধিকারী
নিজস্ব প্রতিবেদন, ডায়মন্ড হারবারে শুভেন্দু অধিকারীর নাম না করে আঞ্চলিক দল করার প্রসঙ্গ নিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারই পরিপ্রেক্ষিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা শহরে হাইস্কুল ময়দানে বিজেপির জনসভায় বক্তব্য রাখতে গিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।
বিজেপি জনসভা থেকে তিনি বলেন, “আমি যদি আঞ্চলিক দল করতাম, তাহলে তোমার সুবিধা হত আমি ঐরকম টুপি পড়িনি। আমি তো বিয়ে করিনি, আমি শারীরিক অক্ষম হলে আমার পার্টিটার মালিক হত আমার ভাইপো। তৃণমূল কংগ্রেস এখন পার্টি নাই কম্পানি হয়ে গেছে”।