৭ ই ডিসেম্বরের সভার সমর্থনে খড়গপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসন্তপুরে কর্মীসভার আয়োজন
নিজস্ব প্রতিবেদন, ৭ ই ডিসেম্বর মেদিনীপুর শহরে সভা করতে আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতো শুরু হয়েগিয়েছে তাঁর জনসভার প্রস্তুতি পর্ব। ৭ ই ডিসেম্বরের সভার সমর্থনে গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসন্তপুরে একটি কর্মীসভার আয়োজন করা হয়।
উক্ত কর্মী সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি ও ব্লক সভাপতি তৃষিত মাইতি সহ তৃণমূলের কর্মী সমর্থকরা। অনুষ্ঠানে উপস্থিত থেকে অজিত মাইতি বলেন, বাংলায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় যে ২ টাকা কেজি চাল বাংলার ঘরে ঘরে দেওয়া শুরু হয়েছে, তা অন্য কোনও রাজ্যে হয়নি। তিনি বিজেপিকে আক্রমণ করে প্রশ্ন করেন, ‘২ টাকা কেজি চাল হজম হবে তো স্যার?’ তিনি আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলোতে এখনও এরম উদ্যোগ নেওয়া হয়নি। ঝাড়খন্ড রাজ্য, যেখানে এরূপ উদ্যোগের খুব বেশি প্রয়োজন কিন্তু সেখানেও এরূপ উদ্যোগের কথা ভাবেননি বিজেপি। পাশাপাশি ৭ ই ডিসেম্বরের জনসভা যে স্বার্থক হতে চলেছে, তা নিয়েও আশাবাদী তিনি। যা তাঁর বক্তব্যে স্পষ্ট ফুটে এল।