আজ শালবনির সিজুয়াতে তৃণমূল-কংগ্রেসের বিজয়া সম্মিলনী
নিজস্ব প্রতিবেদন, শালবনির সিজুয়াতে তৃণমূল কংগ্রেসের তরফে আয়োজিত হয়েছে বিজয়া সম্মিলনী। আজ, রবিবার দুপুর ১২ টা থেকে এই বিজয়া সম্মিলনী শুরু হয়েছে। সামনে বিধানসভার ভোট। চলছে পুরোদমে প্রস্তুতি। এরমাঝে বিভিন্ন জায়গায় বিজয়া সম্মিলনীর আয়োজন করছে তৃণমূল কংগ্রেস। আজ পশ্চিম মেদিনীপুরে আয়োজিত এই বিজয়া সম্মেলনী। ইতিমধ্যে সেখানে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। উক্ত স্থানে উপস্থিত হয়েছেন বহু তৃণমূল সমর্থক।
আয়োজিত এই বিজয়া সম্মিলনীতে উপস্থিত হয়েছেন টিএমসি জেলা সভাপতি অজিত মাইতি, শালবনির এমএলএ শ্রীকান্তো মাহাতো, ব্লক সভাপতি নেপাল সিংহ সহ অন্যান্য নেতা-নেত্রী গণ।