‘আগামী দিনে বঙ্গে তৃণমূল কংগ্রেসকে আর দেখা যাবে না’, কটাক্ষ বিজেপি নেতা জয় ব্যানার্জির
নিজস্ব প্রতিবেদন, গতকাল বিজেপির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরে একটি মিছিলের আয়োজন করা হয়। শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মেদিনীপুরে। উক্ত ঘটনা ঘিরে অনেকে অনেক কথাও বলেছেন। এবার পশ্চিম মেদিনীপুরের পিংলা ব্লকের সুরতচকে গতকাল বিকেলে বিজেপির পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়।
এদিনের এই পথসভায় বহু বিজেপি সমর্থক পা মিলিয়েছিলেন। বিজেপির এই পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা জয় ব্যানার্জি। পথসভায় অংশ নিয়ে তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, আগামী দিনে বঙ্গে তৃণমূল কংগ্রেসকে আর দেখা যাবে না।