আগামী ১২ নভেম্বর চন্দ্রকোনায় তৃণমূল-কংগ্রেসের কর্মী সম্মেলন, চলছে প্রস্তুতিপর্ব
নিজস্ব প্রতিবেদন, কর্মী সম্মেলনের আগে শহর জুড়ে পোষ্টার, ব্যানার লাগানোর কাজ করল তৃণমূল কংগ্রেস। সোমবার এমনই ছবি উঠে এলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণা পুরসভার ১ নং ওয়ার্ড গোবিন্দপুর, কলেজমোড়, ইলামবাজার সহ একাধিক এলাকায়।
এদিন উক্ত সব এলাকায় ব্যানার, পোস্টার লাগানোর কাজ করে তৃণমূলের নেতা কর্মীরা। উল্লেখ্য, আগামী ১২ তারিখ বৃহস্পতিবার চন্দ্রকোণা শহরে তৃণমূল কংগ্রেসের ডাকে রাজনৈতিক কর্মী সম্মেলন হবে। সেই সম্মেলনের প্রস্তুতি চলছে জোরকদমে।