মেদিনীপুর শহরে ১২ নং ও ২০ নং ওয়ার্ডে প্রতিবাদ সভা তৃণমূলের
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুর শহরের ১২ নং ওয়ার্ডের বটতলা চকে রবিবার সন্ধ্যায় ১২ নং ওয়ার্ড তৃণমুলের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। উক্ত দিনের সভায় উপস্থিত ছিলেন শহর তৃণমুল – কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পান্ডব, তৃণমুল জেলা নেতা গোপাল সাহা, নির্মাল্য চক্রবর্তী, সুজয় হাজরা, প্রদ্যুৎ ঘোষ, টোটন সাসপিল্লি, সুকুমার পড়িয়া সহ অন্যান্য কর্মী সমর্থকরা।
এদিনের সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি আইন এবং বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন তৃণমুল নেতৃত্ব।পাশাপাশি মেদিনীপুর শহরের ২০ নং ওয়ার্ডের জুগনিতলার চকে রবিবার সন্ধ্যায় ২০ নং ওয়ার্ড তৃণমুলের উদ্যোগে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন শহর তৃণমুল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ পান্ডব, তৃণমুল জেলা নেতা গোপাল সাহা, নির্মাল্য চক্রবর্তী, সুজয় হাজরা, শক্তিপদ দাস অধিকারী সহ অন্যান্য কর্মী সমর্থকরা। সেই সভা থেকেও কেন্দ্রের অর্থাৎ বিজেপি সরকারের কৃষি আইন এবং বিভিন্ন জনস্বার্থ বিরোধী নীতির কথা তুলে ধরে বক্তব্য রাখেন তৃণমুল নেতৃত্ব।