‘তৃণমূল চারিদিক আবর্জনায় ভরিয়ে তুলছে’, অভিযোগ বিজেপির
নিজস্ব প্রতিবেদন, মেদিনীপুর শহরের হাতারমাঠ সংলগ্ন রাস্তাজুড়ে আবর্জনা ভর্তি হয়ে আছে। স্থানীয়রা বহুবার আবর্জনা সরানোর আবেদন জানায়। কিন্তু কারোর কোনও ভ্রূক্ষেপ নেই বলে জানান স্থানীয়রা। এদিকে এই ঘটনাকে সামনে রেখে রাজনৈতিক মহল বিরোধী দলকে আক্রমণ করছে।
রবিবার সকালে উক্ত এলাকায় পৌঁছে বিজেপির জেলা সহ-সভাপতি শিবু পানিগ্রাহী অভিযোগ করলেন, “শনিবার রাতে যুব তৃণমূল কর্মীদের জগদ্ধাত্রী পুজোর ভাসান ছিল। খাওয়া দাওয়া করার পর সারা রাস্তা জুড়ে থার্মোকলের পাতা সহ আবর্জনা ফেলেছে। অসুবিধায় পড়ছেন পথচারী ও এলাকাবাসীরা। আমরা স্বচ্ছ ভারতের কথা বলছি। আর তৃণমূল চারিদিক আবর্জনায় ভরিয়ে তুলছে।”