ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন তৃণমূল নেতা মদন মিত্র
নিজস্ব প্রতিবেদন, রবিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে জনসভা করতে এসে তোলাবাজ নিয়ে প্রধানমন্ত্রীকে খোঁচা দিলেন তৃণমূল নেতা মদন মিত্র। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রীর সাপেক্ষে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ্যমন্ত্রীর সরকারকে তোলাবাজ বলে আখ্যা দিয়েছিলেন, সে ক্ষেত্রে তিনি আগে ভাবুক উনার ডান হাত অর্থাৎ অমিত শাহের ছেলের ১৫ গুণ সম্পত্তি বেড়ে যাওয়া নিয়ে আগে ভাবুক, তার মনে হয় বাজার মন্দা যাচ্ছে।
পাশাপাশি একাধিক প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপর আঙুল তুললেন তৃণমূল নেতা মদন মিত্র। ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তিনি তীব্র কটাক্ষ করলেন প্রধানমন্ত্রীকে তিনি বলেন প্রধানমন্ত্রী যার কাঁধে হাত রাখবেন সেই ডুববেন, পাশাপাশি একই ভাষায় কিছু করে প্রাক্তন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন তিনি। এক কথায় বলা যেতে পারে, বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ক্রমশ রাজনৈতিক পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলার জুড়ে এটাই মনে করছে রাজনৈতিক মহলে একাংশ।