লেনিনের মূর্তি উন্মোচনে এগিয়ে এলেন তৃণমূল বিধায়ক প্রদীপ সরকার
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার অন্তর্গত কুড়ি নম্বর ওয়ার্ডের ধানসিং ময়দান এলাকায় উন্মোচিত হল লেনিনের মূর্তি। গতকাল খড়গপুর পৌরসভার পক্ষ থেকে লেনিনের এই মূর্তি উন্মোচন করা হয়। আন্তর্জাতিক সাম্যবাদী আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব লেনিনের মূর্তি উন্মোচনে এগিয়ে এলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও খড়্গপুরের পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার। লেনিনের মার্ক্সবাদ ভাবধারা বাম্পন্থির ভাবধারা হিসেবে পরিচিত। সেখানে দাঁড়িয়ে পুরোপুরি বিপরীত ভাবধারায় বিশ্বাসী তৃণমূল কংগ্রেসের বিধায়ক এভাবে এগিয়ে আসবেন, তা অনেকের কাছেই আশ্চর্যকর।
গতকাল প্রদীপ সরকার বামফ্রন্টের নেতাদের সাথে নিয়ে লেনিনের মূর্তি উন্মোচন করেন। উদ্ভোধনে উপস্থিত হয়ে বিধায়ক প্রদীপ সরকার বলেন, “লেনিন মেহনতী মানুষের জন্য লড়াই করেছেন। তাঁকে শ্রদ্ধা জানিয়ে কোন ভুল করিনি। সরকার রাজনীতির উপরে উঠেই কাজ করতে চায়। এরমধ্যে কোনো রাজনৈতিক চমক নেই”। তিনি বলেন, ‘লেনিন শুধু বামপন্থীর নন, লেনিন সবার’।