জোড়াফুল আঁকা পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করলেন তৃণমূল সভাপতি অজিত মাইতি
নিজস্ব প্রতিবেদন, গতকাল অর্থাৎ শুক্রবার মধ্য রাত থেকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উজ্জাপনে মেতে ওঠে তৃণমূল সমর্থক পশ্চিম মেদিনীপুরের বহু জেলাবাসি। পবিত্র তৃণমূলের ত্রিবর্ন রঞ্জিত পতাকা উত্তোলনের মধ্যমে মধ্যরাতে প্রতিষ্ঠা দিবস পালন করেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। ২৪ তম প্রতিষ্ঠা দিবস পালন হল মেদিনীপুরে।
গতকাল মধ্যরাত থেকে শুরু করে দুপুর পর্যন্ত পশ্চিম মেদিনীপুরের নানান প্রান্তে তৃণমূল কার্যালয়ে পালিত হয় তৃণমূলের প্রতিষ্ঠা দিবস। দিবস উপলক্ষে নানান প্রান্তে মিছিল করেন তৃণমূল সমর্থকগণ। সকলের সাথে ঘাসের ওপর জোড়াফুল আঁকা পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবস পালন করেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। প্রতিবারের মতো তিনি এদিন নানা প্রান্তের নানান কর্মসূচিতেও অংশগ্রহণ করেছিলেন।