বক্সী বাজার এলাকার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন তৃণমূল সভাপতি অজিত মাইতি
নিজস্ব প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর শহরের ১৯ নম্বর ওয়ার্ড-এর বক্সী বাজার এলাকার জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করা হল রবিবার সন্ধ্যায়। এদিন এই পুজো মন্ডপের উদ্বোধন করেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি। করোনা আবহে সমস্ত নিয়ম মেনে এই পুজোর উদ্ভোধন করা হল।
এদিনের উদ্ভোধনের সময় উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলার লিপিকা পান্ডব, পৌর প্রশাসক নির্মাল্য চক্রবর্তী, শহর তৃণমূল সভাপতি বিশ্বনাথ পান্ডব, সুকুমার পড়িয়া সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গরা।