আন্দোলনরত কৃষকদের সমর্থনে মেদিনীপুর শহরে তৃণমূলের প্রতিবাদ মিছিল
নিজস্ব প্রতিবেদন, কেন্দ্রের তিন কৃষি আইন বাতিলের দাবিতে এবং দিল্লীর সীমান্তে আন্দোলনরত কৃষকদের সমর্থনে সোমবার মেদিনীপুর শহরে একটি শহর মহিলা ভাইস তৃণমূল – কংগ্রেস -এর উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল এর আয়োজন করা হয়। এদিনের মিছিলের শুরুতেই ছিল বেশ কয়েকটি ট্রাক্টর। যে ট্রাক্টরে বোঝাই ছিল খড়।
কৃষকদের জীবন জীবিকার সঙ্গে যুক্ত এইসব সামগ্রী সহকারে এদিনের মিছিলে প্রায় হাজার তিনেক তৃণমুল কর্মী সমর্থকরা অংশগ্রহণ করেন। মিছিলটি গোটা শহর পরিক্রমা করে। উক্ত মিছিলে নেতৃত্ব দেন শহর মহিলা তৃনমূল এর সভানেত্রী মৌ রায়, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ অন্যান্য নেতৃবৃন্দ।