তৃণমূল বনাম তৃণমূলের সভা, একদিকে শুভেন্দু অধিকারী অন্যদিকে ফিরহাদ হাকিম
নিজস্ব প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের সভাকে ঘিরে কার্যত তৃপ্ত রাজনৈতিক মহল। একদিকে সভা করতে চলেছে শুভেন্দু অধিকারী, অন্যদিকে পাল্টা সভা করছে ফিরহাদ হাকিম সহ অন্যান্য জেলার তৃণমূল নেতৃত্ব।
ইতিমধ্যেই তৃণমূল বনাম তৃণমূলের সভা ও পাল্টা সভায় তৎপর দুই শিবির। একদিকে শুভেন্দু অধিকারীর অনুগামীরা তৎপর, অপরদিকে তৃণমূল নেতৃত্ব তৎপর রয়েছে তাদের সভাকে ঘিরে। এখন শুধু অপেক্ষায় দুই সভা থেকে সাধারণ মানুষের লক্ষ্যে কি বার্তা শোনা যায়। সে দিকেই তাকিয়ে সকলে।