ছ’নম্বর জাতীয় সড়কে কোভিড-এর সরঞ্জাম আনতে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি
নিজস্ব প্রতিবেদন, আজ সকালে ছ’নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত দুই ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা এলাকার নম্বর জাতীয় সড়কে। হলদিয়া থেকে ঝাড়গ্রাম হাসপাতলে কোভিড-এর সরঞ্জাম আনতে যাওয়ার সময় হঠাৎ করে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি লরির পেছনে ধাক্কা মারে।
গাড়ির মধ্যে দুজন ছিলেন। জানা গিয়েছে, ধাক্কা মারার গাড়িতে গাড়ির চালক ও হেলপার হয়। দুর্ঘটনার পরে খবর দেওয়া হলে খড়গপুর লোকাল থানার পুলিশ পৌঁছে গাড়ির ভেতর থেকে চালককে উদ্ধার করে। এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই দুর্ঘটনার ফলে প্রায় ঘন্টাখানেক জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়।