রাস্তা বন্ধকে কেন্দ্র করে ধস্তাধস্তি, গুরুতর আহত দুই ব্যক্তি
নিজস্ব প্রতিবেদন, রাস্তা বন্ধকে কেন্দ্র করে এক ব্যাক্তির সঙ্গে গ্রামবাসীদের বচসা, সেই বচসাকে ঘিরে উত্তেজনার সৃষ্টি উক্ত গ্রামে। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের গোলগ্রাম এলাকায় এই ঘটনাটি ঘটেছে। বচসা পরে হাতাহাতির মতো বড় আকার ধারণ করে। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশে খবর দেওয়া হয়।
জানা যায়, শুক্রবার সকালে রাস্তায় ১০০ দিনের কাজ চলছিল। রাস্তা বন্ধ ছিল। সেই বন্ধকে ঘিরে গ্রামের কিছু ব্যক্তির মধ্যে বচসা শুরু হয়। সেই সময়ই অজয় মান্না ও বিমল শাষমল নামে গ্রামের দুই ব্যাক্তিকে মারধর করে বলে অভিযোগ ওই এলাকারই সুবিজ মান্না,পুলিন মান্না সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। গুরুতর আহত হন দুই ব্যাক্তি। আহতদের ডেবরা গ্রামীন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা একজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করেন। ঘটনায় বেশ উত্তেজনার সৃষ্টি হয়েছে। গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।