বিহার থেকে খড়গপুরে গাঁজা পাচার করতে এসে গ্রেফতার গাঁজাসহ দুই
নিজস্ব প্রতিবেদন, বিহার থেকে খড়গপুরে গাঁজা পাচার করতে এসে গাঁজাসহ দুজন গ্রেফতার। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের ওয়ালিপুর মোড়ে। আজ ভোর রাতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের উপর থেকে বিহারের বাসিন্দা মোহাম্মদ আফরোজ ও সন্তু বেরা নামে দুজন গাঁজা পাচারকারীদের ধরে।
জানা গিয়েছে, তাদের কাছ থেকে ৬.১৫০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল উদ্ধার করে লোকাল থানার পুলিশ। আজ তাদের মেদিনীপুর আদালতে তোলা হবে। গতকাল সাদাতপুর থানার পুলিশ মধ্যরাত খড়গপুর লোকাল থানার অন্তর্গত ৬ নম্বর জাতীয় সড়কের পাঁচরুলিয়া মোড় থেকে কিশোর বিশাল নামে একজন দুষ্কৃতী সহ একটি ওয়ান শাটার বন্দুক ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। আজ ওই দুষ্কৃতীকেও মেদিনীপুর আদালতে তোলা হবে।