বিজেপির মিছিলে অতর্কিতে হামলা, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এলাকায় উত্তেজনা
নিজস্ব প্রতিবেদন, বুধবার পূর্ব মেদিনীপুর জেলার রামনগর-২ ব্লকের ও রামনগর থানার দেপালে বিজেপির মিছিলে অতর্কিতে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় বেশ কয়েকজন বিজেপির কর্মী গুরুতর জখম হন। পাশাপাশি বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি দলীয় সূত্রে জানা যায়, এই ঘটনায় ১০ জন আহত হয়েছেন। আরোও জানা যায়, কাঁথি সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি অনুপ চক্রবর্তীর নেতৃত্বে লালুয়াপোল থেকে দেপাল পর্যন্ত মিছিল হয় এদিন। সেই সময় রামনগর কলেজ মোড়ের কাছে বিজেপির ওপর অতর্কিতে হামলা চালায় তৃণমূল।
অনুপ চক্রবর্তী হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূল আচমকা আমাদের ওপর হামলা চালায়। পুলিশ চাটুকার মতো নীরব দর্শক হয়ে দেখছে। আমরা এবার সব হিসেবে বুঝে নেব”। এ বিষয়ে জেলা পুলিশ সুপার প্রবীন প্রকাশের সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি। অন্যদিকে জেলা তৃণমূল ও জেলা পরিষদের সদস্য উত্তম বারিক রামনগরের ঘটনা অস্বীকার করে বলেন কাঁথিতে তৃণমূলের মিছিলে যোগ দেওয়ার জন্য রামনগর থেকে কিছু গাড়ি আসছিল কাঁথির উদ্দেশ্যে। তারাই কাঁথিগামী তৃণমূল কর্মীদের ওপর আক্রমণ করে। এরপর মিথ্যে প্রচার করে বলছে তৃণমূল আক্রমণ করছে, কিন্তু তা সম্পুর্ন ভিত্তিহীন। ঘটনায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।