কাঁথি তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া ও কর্মী সম্মেলন
নিজস্ব প্রতিবেদন, পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি-৩ ব্লকের কুমিরদা গ্রাম পঞ্চায়েতের উত্তর সরপাই প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। শুক্রবার উক্ত অনুষ্ঠানে জেলা, ব্লক ও পঞ্চায়েত এবং সাংগঠনিক পদাধিকারীরা উপস্থিত ছিলেন।
এদিনের উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন কাঁথি-৩ ব্লক তৃণমূলের সভাপতি নন্দদুলাল মাইতি, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ও দলের ব্লক তৃণমূলের সহ-সভাপতি বিকাশ চন্দ্র বেজ, ব্লকের কর্মাধ্যক্ষ ও দলের ব্লক তৃণমূল মহিলা সভানেত্রী মিতা রানী সাউ, দলের ব্লক যুব তৃণমূল সভাপতি গৌরিশঙ্কর মিশ্র, জেলা যুব তৃণমূলের সম্পাদক মানস হাজরা, সহ-সভাপতি অর্পণ রানা, কাঁথি-৩ পঞ্চায়েত সমিতির সদস্যা তৃষিতা রানা, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য লক্ষ্মণ মন্ডল, যুব নেতা গৌরহরি পয়ড়্যা, কানাইদিঘি অঞ্চল যুব সভাপতি চন্দন জানা, শিক্ষক নেতা মাণিকলাল দোলাই, সঞ্জীব গিরি, উৎপল দাস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন কৃষ্ণপদ মাইতি। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে যাতে সমস্ত বুকে আগলে রাখা যায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প সাধারণ মানুষের মধ্যে প্রচার করা যায় সেই নিয়ে এদিন পর্যালোচনা হয়।