গতকাল স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে মেদিনীপুর শহরে বিবেক চেতনা উৎসব পালন
নিজস্ব প্রতিবেদন, গতকাল ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের ১৫৮ তম জন্মদিবস উপলক্ষে মেদিনীপুর শহরে বিবেক চেতনা উৎসব পালন করলো পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবরা। সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেদিনীপুর শহর প্রদক্ষিন করে। এই শোভাযাত্রায় ছিল স্বামীজীর বেশে একজন মডেল এছাড়াও ছৌ নৃত্য ও ছোটদের ব্যান্ড ও রনপা।
সুসজ্জিত এই শোভা যাত্রায় উপস্থিত ছিলেন জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সৌরভ চক্রবর্তী, যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও স্কুলের শিক্ষার্থীরা। উক্ত শোভাযাত্রার শেষে মেদিনীপুর জেলাশাসকের দফতরের সামনে একটি মঞ্চ করে সেখানে একটি সভার আয়োজন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক পঞ্চায়েত ও অন্যান্য আধিকারিক।