কেশিয়াড়ীতে পল্লীপ্রান ক্লাবের পক্ষ থেকে বিবেকানন্দ গ্রামীণ মেলার আয়োজন
নিজস্ব প্রতিবেদন, মেলা মানে মিলন ক্ষেত্র, সেই মিলন ক্ষেত্রে এলাকার মানুষদের মধ্যে মেলবন্ধন ঘটাতে প্রত্যেক বছরের ন্যায় এবছরও কেশিয়াড়ী থানার অন্তর্গত খাজরা পল্লীপ্রান ক্লাব আয়োজন করে থাকে বিবেকানন্দ গ্রামীণ মেলার। বাংলা চলচ্চিত্র জগতের নায়িকা তনিমা সেন ফিতে কেটে মেলার উদ্বোধন করেন। বৃহস্পতিবার এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। ঢাকের বাদ্যি, খোল – মৃদঙ্গ সহ সহযোগে, মুন্ডারী নৃত্য সঙ্গে বিভিন্ন মনিষিদের ট্যাবলো সহযোগে আদিবাসী সংস্কৃতির মধ্য দিয়ে সুসজ্জিত শোভাযাত্রা খাজরা হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে খাজরা বাজার ঘুরে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়। চলচ্চিত্র জগতের অভিনেত্রী তনিমা সেন ফিতে কেটে ২১ তম বর্ষের মেলার উদ্বোধন করেন। ক্লাবের পতাকা উত্তোলন সহ ও প্রদীপ প্রজ্বোলন করা হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। বিশিষ্ট অতিথিদের বরন করে ক্লাবের পক্ষ থেকে স্মারকলিপি তুলে দেওয়া হয়।উদ্বোধনী সংগীতের মধ্যে দিয়ে এদিন এই অনুষ্ঠানের সূচনা হয়। মেলার শুরুর দিন বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
নানা রকম সমাজসেবা মূলক কাজকর্ম সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই মেলা চলবে আগামী ৭ দিন ধরে। মেলায় থাকছে নাগরদোলা, টয়ট্রেন সহ বিভিন্ন ধরনের দোকান। চলচ্চিত্র জগতের অভিনেত্রী তনিমা সেন এদিন মঞ্চে একটি প্রচলিত কবিতা পাঠ করে শোনান এবং অরুপ তনু নামক পিঠের কাহিনি তুলে ধরেন। উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের অভিনেত্রী তনিমা সেন,খাজরা বনাঞ্চলের খেত্র আধিকারিক অভিজিৎ চক্রবর্তী,খাজরা প্রাথমিক স্বাস্থকেন্দ্রের চিকিৎসক ডাঃ সৌরভ সামন্ত,খাজরা হাইস্কুলের প্রধান শিখ্যক সঞ্জয় মোদক, বিশিষ্ট কবি শুভাষ জানা, খাজরা গ্রাম পঞ্চায়েত প্রধান পথিক সিং, বিশিষ্ট ক্রীড়াপ্রেমী শেরবাহাদুর সুব্বা, ক্লাবের সভাপতি শশধর মাহাতো, সম্পাদক ফাল্গুনি দাস সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বরা সহ ক্লাবের সদস্যরা।