করোনা আবহে স্বেচ্ছাসেবক কর্মীরা স্থায়ী চাকরির দাবিতে জেলাশাসকের দপ্তরে হাজির
নিজস্ব প্রতিবেদন, মহামারী করোনা উপদ্রুত পরিস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে অনেক স্বেচ্ছাসেবক এগিয়ে এসেছিলেন মহামারী পরিস্থিতিতে সহযোগিতার জন্য। বিনা পারিশ্রমিকে প্রশাসনকে সহযোগিতা করেছিলেন এই স্বেচ্ছাসেবকরা। বর্তমানে স্থায়ী চাকরির দাবিতে জেলাশাসকের দপ্তরে হাজির হলেন তাঁরা।
পশ্চিম মেদিনীপুর জেলাতে এমন কয়েক হাজার যুবক যুবতী শহর ও গ্রাম অঞ্চল গুলিতে করোনা মোকাবেলায় সাহায্য করতে এগিয়ে এসেছিলেন। কোভিড ভলেন্টিয়ার হিসেবে এদের কেউ কেউ করণা চিকিৎসার হাসপাতালে, অনেকেই আবার কনটেইনমেন্ট জোন এলাকাতে মানুষকে সহযোগিতার কাজ করেছিলেন। এ সমস্ত ভলান্টিয়াররা জানাচ্ছেন পুলিশের পক্ষ থেকে তাদের কাজে লাগানো হয়েছিল। বিনা পারিশ্রমিকে স্বেচ্ছাসেবী হিসেবে তারা কাজ করেছিলেন।
এই সম্বন্ধে একজন স্বেচ্ছাসেবক বিজন ঘোষ বলেন, জেলার এরকম কয়েক হাজার স্বেচ্ছাসেবী বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর কলেজ মাঠে সমবেত হয়েছিলেন। সেখান থেকে মেদিনীপুর শহরে মিছিল করে এসে জেলাশাসকের দপ্তরে হাজির হন। জেলাশাসকের দপ্তরে লিখিত জানান, “কর্মহীন রয়েছি, স্থায়ী চাকরির ব্যবস্থা করতে হবে”