‘ভাতা নয় চাকরি চাই’! বেশকিছু দাবিতে সোমবার জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দিল প: মেদিনীপুরের এক সমিতি
নিজস্ব প্রতিবেদন, ভাতা নয় চাকরি চাই, এই দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে বিক্ষোভ দেখান বেশকিছু মানুষ। এর আগেও বহুবার এই দাবি নিয়ে বিক্ষোভ কর্মসূচি হয়।
এদিন চাকরি সহ বেশকিছু দাবি নিয়ে বিক্ষোভ হয়। বন্ধ হওয়া ভাতা চালু করা, Anexure 3 বাতিল, বয়সের ভিত্তিতে সরকারের গ্রুপ C, D পদে নিয়োগ, চাকরি না পাওয়া পর্যন্ত বাজার মূল্য অনুযায়ী ভাতা চালু -এসমস্ত কিছুর দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসক দপ্তরে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ যুবশ্রী এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কর্মপ্রার্থী সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। ডেপুটেশনের আগে একটি মিছিল করে জেলাশাসক দপ্তরের গেটে বিক্ষোভ দেখায় সমিতির কর্মী সমর্থকরা।