মদ্যপানের জন্য টাকা না দেওয়ায় স্ত্রীকে খুন, যাবজ্জীবন কারাদন্ড স্বামীর
নিজস্ব প্রতিবেদন, মদ্যপানের জন্য টাকা না দেওয়ায় স্ত্রীকে গলা টিপে খুন। এই অপরাধে স্বামীকে বুধবার দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদন্ডের সাজা দিল পশ্চিম মেদিনীপুর পঞ্চম অতিরিক্ত জেলা দায়রা আদালত। সরকারি পক্ষের আইনজীবী ব্যোমকেশ মন্ডল জানান, ২০১৬ সালের ৪ ঠা মে খড়গপুর লোকাল থানার কৃষ্ণচরণপুর গ্রামের বাসিন্দা কাঞ্চন সিং মদ্যপানের জন্য স্ত্রী গঙ্গা সিংয়ের কাছে টাকা চাইলে তা না দিলে, কাঞ্চন সিং গলা টিপে খুন করে স্ত্রীকে।
ঘটনার মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে খড়গপুর লোকাল থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ৪৯৮ এবং ৩০২ ধারায় মামলা শুরু হয়। এই মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর অবশেষে গতকাল অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ আদালত ৪৯৮ ধারা মতে দুবছর সশ্রম কারাদন্ড ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ড এবং ৩০২ ধারা মতে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, ৩ হাজার টাকা জরিমানার সাজার আদেশ দেন পঞ্চম অতিরিক্ত জেলা দায়রা আদালত।