শুরু হবে বেলদার সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাজ, ভার্চুয়াল আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন, বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভোটের মুখে শুরু হবে বেলদার সেন্ট্রাল বাসস্ট্যান্ডের কাজ। যার ভিজুয়্যালি আনুষ্ঠানিক শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম জমানায় এই কাজের প্রক্রিয়া শুরু হলেও বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক কারণে তা আটকে ছিল। অবশেষে তার সমাধানের রাস্তা বের করে বহু প্রতীক্ষিত বেলদা সেন্ট্রাল বাসস্ট্যান্ড হতে যাচ্ছে। যার জন্য খুশি সমগ্র বেলদাবাসি। যদিও ভোটের মুখে এই ধরনের প্রক্রিয়া শুরু হওয়ায় বিতর্ক দানা বেঁধেছে। সুর চড়িয়েছে বিরোধীরা।
বিরোধীদের দাবি, ভোটের আগে এই ধরনের অনেক কিছুই ঘোষণা হয়। তবে বাস্তব রূপে রূপায়িত হয়েছে কটি? এখনও বেলদার বহু সমস্যা রয়েছে যার সমাধান হয়নি। যদিও নারায়ণগড়ের বিধায়ক প্রদ্যুত ঘোষের দাবি, “দীর্ঘ বাম জমানায় কিছুই কাজ হয়নি। আমরা যাই হোক দশ বছরে অন্তত পক্ষে কিছু করেছি। তবে অনেক সমস্যা রয়েছে। সময়ের প্রয়োজনও আছে”। তবে বেলদা কেশিয়াড়ী মোড়ের ওভারব্রিজের দাবিটিকে কার্যত বর্তমান এমপির ঘাড়েই চাপিয়েছেন তিনি।সেইসঙ্গে আশার বাণী শুনিয়েছেন, বেলদা অডিটোরিয়াম হলের সম্পূর্ণতা পাওয়ার উপর।সবমিলিয়ে ভোটের মুখে হলেও বেলদার সেন্ট্রাল বাসস্ট্যান্ড বেলদাবাসীর কাছে একটি আশার আলো দেখিয়েছে।