খড়গপুরের একটি কারখানা হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় গেটের সামনে বিক্ষোভ দেখায় শ্রমিকরা
নিজস্ব প্রতিবেদন, অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল খড়গপুরের বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিআরজি নামে একটি কারখানা। কারখানা বন্ধ হওয়ার কারণে প্রায় ৬০০ জন কর্মী কাজ হারালো। আজ সকালে কারখানা বন্ধ হয়ে যাওয়ায় কারখানার গেটের সামনে শ্রমিকরা বিক্ষোভ দেখায়।
জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই আর্থিক দিক দিয়ে সমস্যায় পড়েছিল কারখানার মালিক। কারখানা কর্তৃপক্ষ হঠাৎ করে গতকাল বিকেলে কারখানার গেটে নোটিশ ঝুলিয়ে দেয়। আজ সকালে শ্রমিকরা এসে দেখেন কারখানা বন্ধ, গেটে নোটিশ ঝোলানো আছে। এক শ্রমিক বলেন, “তারা বলেন কয়েক বছর ধরেই এখানে কাজ করছি। কিন্তু সরকারি নিয়ম অনুসারে মাইনে পাইনি। কিছুদিন আগে কারখানা কর্তৃপক্ষ কে আমরা সরকারি নিয়ম অনুসারে মাইনে বাড়ানোর দাবি জানিয়েছিলাম। তারপরে আজ সকাল থেকে দেখি কারখানা বন্ধ”।